আফ্রিকাবিশ্ব

অবহেলা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিফলন হিসেবে ব্রাজিলে মারাত্মক ভূমিধস

অবহেলা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিফলন হিসেবে ব্রাজিলের পেট্রোপলিসে মারাত্মক ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এই ঘটনা বাড়ি ঘর ভাঙার পাশাপাশি পরিবারগুলোকেও বিচ্ছিন্ন করে দিয়েছে। কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি নিখোঁজ হয়েছে। দ্রুত নগরায়ন, দুর্বল পরিকল্পনা এবং ভর্তুকিযুক্ত আবাসনের জন্য অর্থায়নের অভাব-এসবই ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের এই পাহাড়ি শহরটিকে এই বিপর্যয় দিকে নিয়ে গিয়েছে। গবেষকরা বলছে, পাহাড়ের ধারে নির্মাণের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করার পরও এ ব্যাপারে খুব কমই পদক্ষেপ নেয়া 2017 সালে কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে শহরের ১৮ %-প্রায় 20 হাজার পরিবার উচ্চ বা খুব উচ্চ ঝুঁকিতে ছিল।ভালভাদ্রে, একজন প্রাক্তন পরিবেশ নিয়ন্ত্রক যিনি ঝুঁকি সর্তকতা ব্যবস্থা স্থাপন করেছিলেন তিনি বলেন, এই অঞ্চলের অনেক শহরে সমস্যা গুলোর মুখোমুখি হওয়ার জন্য রাজনৈতিক ইচ্ছার অভাব রয়েছে। তিনি আরো বলেন, তারা যত্ন নিয়ে সমস্যা শোনেন কিন্তু যখন সিদ্ধান্ত নেয়ার সময় আসে তখন তারা শেষ পর্যন্ত সরে যান। তিনি আরো বলেন, তাদের জবাবদিহি করতে হবে তা না হলে এমন ঘটনা বারবার ঘটবে।

সূত্র cp24

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button