ইউরোপ
গ্রিসের কোর্ফু দ্বীপের কাছে একটি ফেরিতে অগ্নিকান্ডের ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ

গ্রিসের কোর্ফু দ্বীপের কাছে একটি ফেরিতে অগ্নিকান্ডের ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানায়, ‘ইউরোফেরি অলিম্পিয়া’তে আগুন ধরার পরপরই উদ্ধারকারী নৌকাগুলো ফেরিটির অন্তত ২৯০ আরোহীকে সরিয়ে নেয়। ফেরির কোনো গাড়ির ডেক থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।