
রানী দ্বিতীয় এলিজাবেথ covid-19 এ আক্রান্ত হয়েছেন। রোববার রানীর covid-19 পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে বাকিংহাম প্যালেস জানিয়েছে। বর্তমানে রানীর শরীরে কোভিডের মৃদু উপসর্গ রয়েছে। প্রাসাদ সূত্রে বলা হয়েছে, তার সার্বিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকের সকল পরামর্শ মেনে চলা হচ্ছে। আগামী সপ্তাহে যেসব কাজ তার করার কথা ছিল সেগুলো তিনি প্রাসাদে থেকেই চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ৯৬ বছর বয়সি রানী এলিজাবেথ করোণা প্রতিরোধী ৩টি টিকার ডোজ গ্রহণ করেছেন। এদিকে প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা এই মাসের শুরুতে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটে বলেছেন, আমি নিশ্চিতভাবে সবার হয়ে আশা করব হার ম্যাজেস্টি দ্য কুইন শীঘ্রই কোভিড থেকে সুস্থ হবেন এবং তার প্রাণবন্ত সুস্বাস্থ্যে দ্রুত প্রত্যাবর্তন করবেন।
সূত্র সিটি নিউজ