কানাডা

অন্টারিওর রেস্তোরাঁগুলো পূর্ণ সক্ষমতায় খোলা রয়েছে, টরোন্টোতে কনভয় বিক্ষোভ বিরোধী রালি অনুষ্ঠিত

অন্টারিওতে এই লং weekend-এ রেস্তোরাঁগুলো পূর্ণ সক্ষমতায় খোলা রয়েছে। covid-19 সংক্রান্ত জনস্বাস্থ্য বিধি-নিষেধ শিথিলের পর এই প্রথম রেস্তোরাঁ এবং ব্যবসা প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতা তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। যা তাদের বিশেষভাবে আনন্দিত করেছে। পাশাপাশি রেস্তোরাঁগুলোতে আসা কাস্টমাররা পরিবার পরিজন নিয়ে অনেকটা সময় পর কিছুটা আগের মত স্বাভাবিক জীবনের স্বাদ পেয়েছে। এসময় রেস্তোরা কর্মী এবং কাস্টমার উভয়পক্ষকেই বেশ খুশির মেজাজে দেখা যায়। অন্যদিকে টরন্টোর ডাউনটাউনের নাথান ফিলিপ স্কোয়ারে কনভয় বিক্ষোভ বিরোধী একটি রেলি অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এই রেলিতে কমিউনিটি সলিডারিটির ব্যানারে শ্রমিক অধিকার এবং বর্ণবাদ বিরোধী জোটের কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় ডাউনটাউন এ ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়।

সূত্র cp24

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button