বেইজিং অলিম্পিকে কানাডার সর্বমোট ২৬ পদক জয়

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে কানাডা চারটি স্বর্ণপদকসহ মোট ২৬ টি পদক জয় করেছে। কানাডিয়ান অলিম্পিক কমিটির প্রধান নিবার্হী ডেভিড শো মেকার এর মতে, উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে কানাডার ৫৫৫ জন ক্রীড়াবিদ, কোচ, সহায়তা কর্মী এবং মিশন কর্মীদের প্রতিনিধি দলের প্রায় ১২৫ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল কোন ক্রীড়াবিদ যেন প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। আমরা যেভাবে এটি পরিচালনা করেছি তাতে আমি বেশ খুশি। উল্লেখ্য, কানাডার ২৬ টি পদকের মধ্যে ৪টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ১৪ টি ব্রোঞ্জ পদক রয়েছে। নরওয়ে ১৬ টি স্বর্ণপদকসহ মোট ৩৭ টি পদক নিয়ে পদক টেবিলের শীর্ষে অবস্থান করছে। জার্মানি ১২ টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় অবস্থানে এবং চীন ৯ টি স্বর্ণপদক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। পদক টেবিলে কানাডার অবস্থান ১১ তম।
সূত্র সিটিভি, সিটি নিউজ