যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাপ আসছে সোমবার

নন্দন নিউজ ডেস্ক: নির্বাচনে হেরে যাওয়ার পর এবং পরবর্তীতে ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার, ফেসবুক, এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই দুঃখ ঘুঁচতে যাচ্ছে এবার।

সোমবার, ২১ ফেব্রুয়ারি ‘প্রেসিডেন্ট ডে’-তে চালু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’।
অ্যাপেলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড হতে যাচ্ছে ট্রাম্পের নিজস্ব এই সোশ্যাল মিডিয়া।

গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অ্যাপটি সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরা হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, অ্যাপলের অ্যাপ স্টোরে এটি চালু করার কাজ চলছে। আর সেটি করা হচ্ছে ২১ ফেব্রুয়ারিতে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের ছোট ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট দিয়ে জানান, তার বাবার সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘@রিয়েলডোনাল্ডট্রাম্প ট্রুথ সোশ্যাল’ চালু হচ্ছে। তিনি আরও জানান, শিগগির আপনাদের জনপ্রিয় প্রেসিডেন্টকে দেখতে পাবেন।

গতবছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক এবং ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে জন্য বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয় ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। ওই হামলার ঘটনা ট্রাম্পের সমর্থনে ঘটেছে বলে অভিযোগ ওঠে। এরপরেই জনগণের নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যম।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button