অ্যাথলেটিক্সএশিয়াখেলাবিশ্ব

করোনাকালে প্রায় দর্শকশূন্য স্টেডিয়ামে শেষ হলো আরেকটি অলিম্পিকস আসরের

করোনাকালে প্রায় দর্শকশূন্য স্টেডিয়ামে শেষ হলো আরেকটি অলিম্পিকস আসরের। ১৭ দিনের উত্তেজনা-উৎকণ্ঠা আর আনন্দ-হতাশার মাঝে পর্দা নামল বেইজিং শীতকালীন অলিম্পিকসের। এবারের আসরে ১৬ স্বর্ণসহ ৩৭টি পদক নিয়ে শীর্ষে নরওয়ে। এদিকে ৪টি স্বর্ণসহ ২৬টি পদক জিতেছে কানাডার ক্রিড়াবিদরা। ২০২৪ সালে প্যারিসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকসের আসর।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button