কোভিডে আক্রান্ত জাস্টিন বিবার, কনসার্ট স্থগিত

নন্দন নিউজ ডেস্ক: কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লাস ভেগাসে তার ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট স্থগিত করা হয়েছে।
২৭ বছর বয়সী জাস্টিন বিবারের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে শনিবার; তার মৃদু সংক্রমণ রয়েছে বলে তার মুখপাত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে টিএমজেড।
জাস্টিস ওয়ার্ল্ড ট্যুরের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার লাস ভেগাসের কনসার্ট স্থগিত করা হয়েছে; করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২৮ জুন কনসার্টটির আয়োজন করা হবে।
“কনসার্ট না হওয়ায় জাস্টিন খুব হতাশ হয়ে পড়েছেন। তবে কনসার্টের কর্মী ও ভক্তদের স্বাস্থ্য ও সুরক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। জাস্টিন লাস ভেগাসের কনসার্টে ফেরার জন্য মুখিয়ে আছেন।”
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সান দিয়াগোকে কনসার্টের মাধ্যমে বিবারের ‘ওয়ার্ল্ড ট্যুর’ শুরু হয়েছে। তার স্ত্রী হেইলি বিবারও সেই কনসার্টে উপস্থিত ছিলেন।