এশিয়াবিশ্ব

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

নন্দন নিউজ ডেস্ক: ইরানের তাবরিজ এলাকায় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পাইলট ও একজন বেসামরিক নাগরিক। স্থানীয় সময় আজ সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আল–জাজিরার খবরে এসব কথা বলা হয়েছে।

স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, দুর্ঘটনার শিকার ওই যুদ্ধবিমান হচ্ছে এফ-৫ মডেলের। যা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় এবং যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি করোনার বিধিনিষেধের কারণে বন্ধ থাকা একটি স্কুলের ওপর আছড়ে পড়ে। এতে পাশে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। বেসামরিক ওই ব্যক্তি গাড়িতে ছিলেন। নিহত দুই পাইলট হলেন সাদেক ফালাহি ও আলী রেজা হানিফেহজাদ।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button