কানাডা

শহরের কেন্দ্রস্থল দখলমুক্ত করতে অটোয়াতে পুলিশি অভিযান চলছে, ১৯১জন গ্রেফতার

শহরের কেন্দ্রস্থল দখলমুক্ত করতে অটোয়াতে আজ তৃতীয় দিনের মতো পুলিশি অভিযান চলছে। এই অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫৭ টি যানবাহন টো করা হয়েছে। পুলিশ তিন সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভকারীদের দখলে থাকা রাস্তাগুলি দখলমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে বলে এক সূত্রে জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং ৮৯ জনকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছে, পার্লামেন্টের সামনে রাস্তাটি তারা দখলমুক্ত করলেও এসব এলাকায় পুলিশের উপস্থিতি বহাল থাকবে। সেইসাথে রাস্তাগুলো যেন আবার অবরোধকারীদের হাতে চলে না যায় সে জন্য তারা ফেন্সিং ব্যবহার করছে। অটোয়ার অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ বেল বলেছেন, অফিসারদের হাতে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার জন্য বৃহত্তর শক্তিপ্রয়োগ ছাড়া তেমন কোনো বিকল্প ছিল না। তিনি আরো বলেন পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় কর্মকর্তারা তাদের নিরাপত্তার জন্য হেলমেট পরা থাকবে এবং প্রয়োজনে লাঠিচার্জ করবে যদি বিক্ষোভকারীরা বারবার অনুরোধ সত্বেও এলাকা ত্যাগ না করে।

সূত্র সিটি নিউজ

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button