অটোয়ার কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার ক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ অগ্রগতি

অটোয়ার কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার ক্ষেত্রে শনিবার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে অটোয়া পুলিশ। এ সময় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ পরিচালিত অভিযানে পার্লামেন্টের সামনের দিকে ওয়েলিংটন স্ট্রিটের একটি অংশ খালি করা হয়েছে যা বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরে দখল করে রেখেছিল। অটোয়া পুলিশের অন্তর্বর্তী-প্রধান স্টিভ বেল বলেন, অফিসাররা পুলিশের আদেশ অমান্যকারী বেআইনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পিপার স্প্রে ব্যবহার করেছিল। তবে টিয়ার গ্যাস ব্যবহারের কথা অস্বীকার করে শনিবার রাতে আরউইন অস্ত্র ব্যবহারের বিষয়টি পুলিশ নিশ্চিত করে। বেল আরো বলেন, একদিন আগে বিক্ষোভকারীরা অফিসারদের আক্রমণ করার পরে আরো বেশি শক্তি ব্যবহারের কোনো বিকল্প ছিল না। এসময় তিনি বিক্ষোভে উপস্থিত শিশুদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে বিক্ষোভকারী সংগঠক তামারা লিচকে জামিন দেয়া হবে কিনা তা মঙ্গলবার সিদ্ধান্ত নেবেন অটোয়ার একজন বিচারক। এছাড়া ক্রিস বারবার কে ১০০,০০০ ডলারের বন্ড এবং আগামী বুধবারের মধ্যে অন্টারিও ত্যাগ করা সহ প্রকাশ্যে কনভয় বিক্ষোভকে সমর্থন না করার শর্তে মুক্তি দেয়া হয়েছে। আলবার্টার সংগঠক প্যাট কিং এর আগামী সপ্তাহে জামিন শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে।
সূত্র সিটি নিউজ