বিশেষজ্ঞদের মতে, বিশৃঙ্খলা ও অশান্তি অটোয়া বিক্ষোভে আগত শিশুদের মানসিক রোগের ঝুঁকি বাড়াতে পারে

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞের মতে, বিশৃঙ্খলা ও অশান্তি অটোয়া বিক্ষোভে আগত শিশুদের মানসিক রোগের ঝুঁকি বাড়াবে। একজন মনোরোগ এবং শিশু-কিশোরীদের জরুরি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার টাইলার ব্ল্যাক বলেছেন, অটোয়া বিক্ষোভে যে বিশৃঙ্খলা এবং দাঙ্গা দেখা গিয়েছে তা বিক্ষোভে উপস্থিত শিশুদের জন্য খুবই বেদনাদায়ক হতে পারে। তিনি বলেন যেসব শিশুদের এই ইভেন্টে নিয়ে আসা হয়েছে তারা খুব সহজেই বিরক্ত হতে পারে। এছাড়া তিনি বলেন, যখন পুলিশ অফিসাররা তাদের বাবা মাকে নিয়ে যাচ্ছে তখন শিশুরা ভুল বুঝতে পারে। তারা ভাবতে পারে অফিসাররা তাদের ক্ষতি করতে চায় এবং এটি তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। ব্ল্যাক আরো বলেন, একটি বর্ধিত সময়ের জন্য যদি শিশুরা প্রতিবাদের পরিবেশে আসে তাহলে তাদের ট্রমা সম্পর্কিত সমস্যাগুলি দেখা দিতে পারে। উল্লেখ্য, এই অবরোধে প্রায় একশো বাচ্চার উপস্থিতি দেখা গিয়েছে। তবে যেখানে শিশুরা জড়িত সেখানে পুলিশকে অতিরিক্ত সহানুভুতির সাথে কাজ করার প্রশিক্ষণ দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
সূত্র সিটি নিউজ