হাউজ অফ কমন্স কনভয় বিক্ষোভের বিরুদ্ধে জরুরি আইনের ব্যবহার অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে

হাউস অব কমন্স গতকাল সোমবার কনভয় বিক্ষোভের বিরুদ্ধে জরুরি আইনের ব্যবহার অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে।১৮৫-১৫১ ভোটে এ আইনটি হাউজ অফ কমন্সে পাস হয়। পরবর্তী ধাপে এটি সিনেটে আলোচনার জন্য যাবে। প্রস্তাবটি লিবারেল এবং এনডিপির সমর্থনে পাশ হয় তবে কনজারভেটিভ এবং ব্লক কুইবেক এর এমপিরা এর বিপক্ষে ভোট দেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই জরুরি ব্যবস্থার মাধ্যমে দেশজুড়ে চলমান বিক্ষোভে অটোয়াসহ সীমান্ত ক্রসিং গুলো দখলমুক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সরঞ্জাম গুলো দিয়েছিলেন। যা এখনো ৩০ দিনের জন্য কার্যকর থাকবে। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, অবরোধ তুলে নেয়া হলেও জরুরি অবস্থা শেষ হয়নি। সামনের দিনগুলোতে আরো বিক্ষোভের বিষয়ে উদ্বেগ রয়েছে। তিনি বলেন, জরুরী আইন আহবানের প্রয়োজন হয়েছিল কারণ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অটোয়ার কেন্দ্রস্থলে এবং সীমান্ত ক্রসিং গুলোতে সুরক্ষিত এলাকা স্থাপনের জন্য এর উপর নির্ভর করেছিল। তবে তিনি নিশ্চিত করেন যে তার সরকারের প্রয়োজনের চেয়ে একদিনও বেশি এ আইন ধরে রাখার কোনো ইচ্ছা নেই। উল্লেখ্য, ১৯৮৮ সালে আইন হওয়ার পর এই প্রথম ১৪ই ফেব্রুয়ারি কনভয় বিক্ষোভে উদ্ভূত পরিস্থিতিতে এ আইনটি চালু করা হয়।
সূত্র সিটি নিউজ/সিটিভি