কানাডা

কনভয় বিক্ষোভের অন্যতম সংগঠক তামারা লিচের জামিন আবেদন প্রত্যাখ্যান

আজ কনভয় বিক্ষোভের অন্যতম সংগঠক তামারা লিচের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছে অন্টারিওর এক বিচারক। এই বিক্ষোভের ২ নেতৃস্থানীয় ব্যক্তির মধ্যে এক জনের জামিন অস্বীকার করেছে অন্টারিওর আদালতের বিচারপতি যুলি বুর্জোয়া। মঙ্গলবার সকালে একটি অটোয়া কোর্ট রুমে তিনি এই সিদ্ধান্ত জারি করেন। এ সময় তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে তামারা লিচ প্রতিবাদের চারপাশে অবৈধ কার্যকলাপে জড়িত হবেন বা অন্যদের তা করার জন্য পরামর্শ দেবেন এমন একটি যথেষ্ট ঝুঁকি রয়েছে। লিচের বিরুদ্ধে দুষ্টুমি করার পরামর্শ দেয়ার অভিযোগ রয়েছে। তিনি একটি ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির হন। বিচারক বলেন, লিচ কে মুক্তি দেয়া হলে তিনি পুনরায় অপরাধ করবেন এবং জননিরাপত্তার জন্য তাঁকে আটক রাখা প্রয়োজন। তিনি আরো বলেন, লিচের অবৈধ প্রতিবাদ ত্যাগ করার অনেক সুযোগ ছিল কিন্তু তিনি তা করেননি। লিচ কে আগামী ২রা মার্চ আদালতে আবার ফেরত পাঠানো হবে। এদিকে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া আরেক প্রতিবাদী নেতা প্যাট কিং এর জন্য আলাদা জামিনের শুনানি চলছে। তারা দুজনেই গত weekend জেলের ভেতরে কাটিয়েছেন।

সূত্র সিটি নিউজ/সিটিভি

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button