অটোয়াতে স্বস্তির অনুভুতি তবে পুলিশের প্রচেষ্টা এখনো শেষ হয়নি বলেছেন মেয়র

অটোয়াতে স্বস্তির অনুভুতি তবে পুলিশের প্রচেষ্টা এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন অটোয়ার মেয়র জিম ওয়াটসন। অটোয়ার ওয়েলিংটন স্ট্রিটের বর্তমান অবস্থা তিন দিন আগের চেয়ে অচেনা হতে পারে। তবে ডাউনটাউন কোর দখলমুক্ত করার জন্য আইন প্রয়োগকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেছেন শহরটির মেয়র। সোমবার সিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বস্তির অনুভূতি আছে কিন্তু আমাদের এখনও নিশ্চিত করতে হবে যে বাকি বিক্ষোভকারীরা যারা ওয়েলিংটন স্ট্রিটে প্রবেশ করতে চায় এবং পুনরায় দখল করতে চায় তা যেন না ঘটে। তার মতে বিক্ষোভের সাথে জড়িত কিছু প্রতিবাদকারী এখনো অটোয়ার এক্তিয়ারের বাইরে অবস্থান করছে এবং ফিরে আসার প্রচেষ্টায় পুনরায় দলবদ্ধ হচ্ছে। সোমবার বিকেলে এক আপডেটে পুলিশ জানায়, ১৯৬ জনকে গ্রেপ্তার এবং ১১৫ টি গাড়ি টো করা হয়েছে। ওয়াটসন বলেন, পুলিশকে খুব সতর্ক থাকতে হবে। এছাড়া পুলিশ চেক পয়েন্ট গুলো পূর্ব নির্ধারিত জায়গায় থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। অটোয়ার বাসিন্দারা নিরাপদ জায়গায় যেতে পারবে যদি তাদের বৈধ কারণ থাকে। তবে কবে নাগাদ শহরে পুলিশের উপস্থিতি কমবে তার টাইমলাইন অটোয়া পুলিশ এখনো প্রকাশ করেনি।
সূত্র সি টিভি