চীনযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দুটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন

যুক্তরাষ্ট্রের দুটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বাইডেন প্রশাসনের ১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাইপের কাছে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।