
সীমান্ত উত্তেজনার মধ্যেই ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক-কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো রাশিয়া। রুশপন্হি বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ করে এলাকাগুলো। সেখানে সেনা মোতায়েনের ঘোষণাও এসেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ সিদ্ধান্তকে পুরোদস্তর সামরিক আগ্রাসন হিসেবে দেখছে ইউক্রেন। প্রতিক্রিয়ায়- রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা।