
স্প্যানিশ লা লিগা’য় সেল্টা ভিগো ও লেভান্তে’র মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। ডেডলক ভাঙ্গতে সেল্টা ভিগো’কে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত। ফ্র্যাঙ্কো সার্ভি’র গোলে লিড নেয় তারা। তবে খেলার ৮২ মিনিটে লেভান্তে’কে সমতায় ফেরান রজার মার্তি।