
অপ্রীতিকর প্রতিবাদ ও অঙ্গভঙ্গির জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রোমার কোচ হোসে মরিনিয়ো। জরিমানা করা হয়েছে ২০ হাজার ইউরো। ইতালিয়ান লিগে ভেরোনার বিপক্ষে ম্যাচে রেফারির সাথে বেশ কয়েকবার বিবাদে জড়ান তিনি। ম্যাচের শেষ দিকে লাথি মেরে বল পাঠান গ্যালারিতে। আর তখনই লাল কার্ড দেখিয়ে রোমার কোচ’কে বহিষ্কার করেন রেফারি।