ইউক্রেনে হামলার নিন্দা, রাশিয়া এর পরিণতি ভোগ করবে বলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, রাশিয়া এর পরিণতি ভোগ করবে। তিনি বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে কানাডা। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে সমস্ত সামরিক বাহিনী প্রত্যাহারের আহ্বান জানান। ট্রুডো বলেন, এসব বিনা প্ররোচনামূলক কর্মকান্ড ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন, বৃহস্পতিবার জি ৭ অংশীদারদের সাথে তিনি বৈঠক করবেন এবং ন্যাটো ও কানাডার মিত্রদের সাথে নিয়ে দ্রুত কাজ করবেন। এই বেপরোয়া ও বিপদজনক কাজের প্রতিক্রিয়া জানাতে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি ইতিমধ্যে ঘোষণা করা ছাড়াও উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারেও তিনি ইঙ্গিত করেন। এদিকে ইউক্রেনে কানাডিয়ানদের যতদিন সম্ভব কনস্যুলার পরিষেবা সরবরাহের ব্যাপারে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।
সূত্র cp24