সংকট শান্ত হওয়ার সাথে সাথে জরুরি আইনের ক্ষমতা এখন প্রত্যাহার করা যেতে পারে বলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সংকট শান্ত হওয়ার সাথে সাথে এখন জরুরি আইনের ক্ষমতা প্রত্যাহার করা যেতে পারে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, সরকার এখন জরুরি আইনের ক্ষমতা প্রত্যাহার করতে পারে কারণ অটোয়া এবং কানাডার সীমান্ত ক্রসিংয়ে সংকট শান্ত হয়েছে। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত যে বিদ্যমান আইন ও উপ-আইন এখন মানুষকে নিরাপদ রাখতে যথেষ্ট। এছাড়া তিনি কানাডিয়ানদের আশ্বস্ত করে বলেন, আইনপ্রয়োগকারী সংস্থা গুলি বেআইনি বা বিপদজনক কার্যকলাপে জড়িতদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত। ট্রুডো গত সপ্তাহে প্রথমবারের মতো এই জরুরি আইনের আহ্বান জানিয়েছিলেন। কনভয় বিক্ষোভ শেষ করতে এবং অটোয়ার কেন্দ্রস্থল দখলমুক্ত করতে পুলিশের অতিরিক্ত সাহায্যের প্রয়োজনের কারণে এই আইন আহ্বান করা হয়েছিল। তিনি বুধবার আরো বলেন, হুমকি রয়ে গিয়েছে তবে শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের কার্যালয় বুধবার জানিয়েছে, প্রাদেশিক জরুরি অবস্থা ফেডারেল সরকারের সাথে একই সময়ে প্রত্যাহার করা হবে।
সূত্র cp24