অন্টারিও নতুন আইনের প্রস্তাব করেছে যেখানে ইলেকট্রনিক ভাবে কর্মীদের পর্যবেক্ষণ করা হয় কিনা তা কোম্পানিগুলিকে বলতে হবে

অন্টারিও নতুন আইনের প্রস্তাব করেছে যেখানে ইলেকট্রনিক ভাবে কর্মীদের পর্যবেক্ষণ করা হয় কিনা তা কোম্পানিগুলিকে বলতে হবে। প্রস্তাবিত আইনে অন্টারিওতে ২৫ বা ততোধিক কর্মচারীদের সাথে কোম্পানির একটি লিখিত চুক্তি থাকতে হবে। এর মাধ্যমে কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন, জিপিএস সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস গুলি কিভাবে ট্র্যাক করা হচ্ছে তা বলা হবে। অন্টারিওর শ্রম, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী মন্টে ম্যাকনটন সিটিভি নিউজ কে বলেন, কানাডায় আমরাই এ ব্যাপারে প্রথম হবো। সরকারের মতে, চুক্তিতে একজন নিয়োগকর্তা তার কর্মীদের ইলেকট্রনিক ভাবে নিরীক্ষণ করে কিনা এবং কিভাবে, কখন করেন তার বিবরণ থাকতে হবে। যদি নিয়োগকর্তারা এ কাজটি করে থাকেন তাহলে এর উদ্দেশ্য তাদের প্রকাশ করতে হবে। এ আইনটি পাস করার পর কোম্পানি গুলিকে একটি নীতি তৈরি করতে ছয় মাস সময় দেয়া হবে। প্রয়োজনে এ সংক্রান্ত নির্দেশিকা ও টিপস প্রদান করবে সরকার।
সূত্র cp24