বিধিনিষেধবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

নন্দন নিউজ ডেস্ক: বাধ্যতামূলক টিকা মাস্কের বিরোধিতা করে ওয়াশিংটনের পথে রওনা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ট্রাক চালকরা। অন্যদিকে বিক্ষোভকারীদের প্রতিহত করতে চারশ’ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।
কানাডার ট্রাকচালকদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই কোভিডবিধিবিরোধী বিক্ষোভে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রাকচালকরা। স্থানীয় সময় বুধবার ট্রাকসহ কয়েক হাজার মানুষ ক্যালিফোর্নিয়ার এডেলান্টোতে জড়ো হন। এ সময় বাধ্যতামূলক মাস্ক ও করোনার টিকার বিরোধিতা করেন তারা।
দাবিদাওয়া আদায়ে এরইমধ্যে রাজধানী ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছেন আন্দোলনকারীরা। কানাডার রাজধানী অটোয়াকে যেভাবে কয়েক সপ্তাহ অচল করে রাখা হয়েছিলো একইভাবে ওয়াশিংটনকেও সেই পরিস্থিতির মুখোমুখী করার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা।
ক্যালিফোর্নিয়ার পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সামনের দিনগুলোতে এ ধরনের আরো আন্দোলন রাজধানীমুখী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে লক্ষ্যে আগাম নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন কর্তৃপক্ষ। এরইমধ্যে আন্দোলনকারীদের ঠেকাতে কলাম্বিয়ায় ৪শ’ ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার। আগামী শনিবার থেকে ৭ মার্চ পর্যন্ত ট্রাফিক পোস্টে সহায়তা করবেন তারা।
অর্ধশত বিশেষ গাড়ির পাশাপাশি ওয়াশিটনের বাইরে আরো বাড়তি ৩শ ন্যাশনাল সদস্য মোতায়েন থাকবে বলেও জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যেই করোনার বিধিনিষেধ শিথিল রয়েছে। বিশেষ করে যে অঞ্চল থেকে বিধিনিষেধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে সেই ক্যালিফোর্নিয়ায় গেল সপ্তাহে বাধ্যতামূলক মাস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। তবে শুধুমাত্র উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কোভিড টিকা বাধ্যতামূলক রয়েছে।