কানাডা
“সুরক্ষার জন্য মাস্ক এখনও জরুরী”- থেরেসা ট্যাম

কানাডার শীর্ষ চিকিৎসক ডাক্তার থেরেসা ট্যাম বলেছেন, সুরক্ষার জন্য মাস্ক এখনও জরুরী। যদিও অ্যালবার্টা, সাস্কেচুয়ান এবং ম্যানিটোবাসহ বেশকিছু প্রদেশে মার্চ মাসের ১৫ তারিখ থেকে মাস্ক ব্যবহারের কড়াকড়ি থাকছে না। এদিকে ওমিক্রনের দাপটের পর স্বাভাবিক হতে শুরু করেছে কানাডীয় নাগরিকদের জনজীবন।