কনভয় সংগঠক প্যা ট কিংয়ের জামিনের আবেদন নামঞ্জুর

কনভয় সংগঠক প্যাট কিং এর জামিন আবেদন শুক্রবার নামঞ্জুর করেছে অটোয়ার এক বিচারক। কয়েক সপ্তাহ ধরে অটোয়া শহরের কেন্দ্রস্থল দখলকারী কনভয় বিক্ষোভের একজন অন্যতম সংগঠক প্যাট কিং-কে গত সপ্তাহে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চারটি অভিযোগ ছিল যার মধ্যে দুষ্টুমি করা, দুষ্টুমির পরামর্শ দেয়া, আদালতের আদেশ অমান্য করা সহ পুলিশকে বাধা দেয়া ছিল অন্যতম। শুক্রবার শান্তির বিচারপতি andrew semur বলেন, কিং কে যদি মুক্তি দেয়া হয় তবে তিনি আবার একই ধরনের অপরাধ করবেন না এ ব্যাপারে বিচারক আত্মবিশ্বাসী নন। এছাড়া বিচারপতি আরো বলেন, তিনি বিশ্বাস করেন কিং এর পুনরায় অপরাধ করার উচ্চ ঝুঁকি রয়েছে। অভিযোগগুলি গুরুতর এবং জননিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসময় কিং অটোয়া কোর্ট হাউজের কোর্ট রুমে বসে ছিলেন। কিং এর পক্ষে ডিফেন্সে বলা হয়, প্রদত্ত প্রমাণ যথেষ্ট নয় যদিও প্রসিকিউটররা বলেছে এটি গুরুতর ছিল। উল্লেখ্য, এর আগে আরেক কনভয় সংগঠক তামারা লিচের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
https://vancouver.citynews.ca/2022/02/25/convoy-protest-pat-king-bail/