
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ছয়টি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য বেছে নেয়া হয়েছে। দেশগুলো হলো, মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া। মহাদেশটির বেশিরভাগ দেশ এখনও ভ্যাকসিন সুবিধার বাইরে রয়েছে। বর্তমানে আফ্রিকার ১৩০ কোটি লোকের মাত্র ১ শতাংশ ভ্যাকসিন পেয়েছে।