
ব্রাজিলের কোচ হিসেবে ছয় বছরের যাত্রা শেষ হতে যাচ্ছে তিতের। কাতার বিশ্বকাপের পর পাঁচবারের বিশ্ব চাম্পিয়নদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া তিতের কোচিংয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠে ব্রাজিল। সেখানে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেয় দক্ষিণ আমেরিকার দেশটি।