ইউরোপএশিয়াবিশ্ব

নিষেধাজ্ঞার মুখে রাশিয়ায় ব্যাংক থেকে অর্থ তোলার হিড়িক

নন্দন নিউজ ডেস্ক: ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। আসছে আরও নিষেধাজ্ঞা। ব্যাংকগুলোতে অর্থসংকট সৃষ্টির আশঙ্কায় আগাম অর্থকড়ি তুলে নেওয়ার চেষ্টা করছেন বহু গ্রাহক। এমন পরিস্থিতিতে লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক খাত সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক অব রাশিয়ার হাতে যথেষ্ট সম্পদ ও উপকরণ রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর গতকাল শনিবার ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। এ মুহূর্তে ব্যাংকটির প্রায় ৬৩০ বিলিয়ন (৬৩ হাজার কোটি) মার্কিন ডলার রিজার্ভ রয়েছে।

পশ্চিমা দেশগুলোর এ নিষেধাজ্ঞার কারণে নিজ দেশের ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে বিদেশে সম্পদ বিক্রয় করতে পারবে না ব্যাংক অব রাশিয়া। এ ছাড়া আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক ব্যবস্থা ‘সুইফট’ থেকেও রাশিয়ার ব্যাংকগুলোকে সরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ ও অন্যান্য পশ্চিমা দেশ।

বিশ্লেষকদের ধারণা, আজ রোববার সাপ্তাহিক ছুটি শেষ হলে আগামীকাল সোমবার থেকে বাজারগুলো খুলে যাবে। তখন বাজারে রুশ মুদ্রা রুবলের দাম পড়বে। এর প্রভাবে দেশটির নাগরিকেরা ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নিতে আরও ভিড় করবেন।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্লে লোয়েরি বলেন, নতুন এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতি ও ব্যাংকব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। নিষেধাজ্ঞা দেশটির ব্যাংকগুলোতে অর্থের সংকট আরও বাড়িয়ে তুলবে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button