কানাডা
কানাডা সীমান্তে কড়কাড়ি আরোপের প্রায় দুই বছর পর অবশেষে শিথিল হচ্ছে

কানাডা সীমান্তে কড়কাড়ি আরোপের প্রায় দুই বছর পর অবশেষে শিথিল হচ্ছে। ওমিক্রনের দাপট কমে যাওয়াতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জিয়ান-ইয়েভেস ডুক্লোস। এদিকে সীমান্তে বিধিনিষেধ শিথিলের খবর প্রকাশের পর বেড়েছে বিমানের টিকেটের বিক্রয়।